কলকাতার নিউটাউনে ওবায়দুল কাদের, অবস্থান নিয়ে মুখ খুললেন অনেকে
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ওবায়দুল কাদের বর্তমানে অবস্থান করছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউটাউনের একটি ফ্ল্যাটে। তিনি স্ত্রীকে নিয়ে সেখানেই অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
দীর্ঘদিন ধরেই নানাজন তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তুললেও অবশেষে অনুসন্ধানে জানা গেছে, তিনি থাকছেন নিউটাউনের ‘ডিএলএফ নিউটাউন হাইটস প্লাজা’ নামের একটি হাইরাইজ কমপ্লেক্সে, যেখানে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।
এই তথ্য প্রথম প্রকাশ্যে আসে শুক্রবার সন্ধ্যায়, গাজী নাসির উদ্দীন আহমেদ নামের একজন নাগরিকের ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি লেখেন, তাঁর এক বন্ধু অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশীষ ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন, তখনই হঠাৎ ওবায়দুল কাদেরকে হাসপাতালে দেখতে পান।
পোস্টে উল্লেখ করা হয়, “রুম বন্ধ, ফোনও বন্ধ। সহকারী বলেন, ডাক্তার লাঞ্চে গেছেন। প্রায় এক ঘণ্টা পর রুম খুললে আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হন। চিনে ফেলেন—ওটা তো ওবায়দুল কাদের! তখনই তিনি দ্রুত মুখে মাস্ক লাগিয়ে হনহন করে বেরিয়ে যান।”
নাসির উদ্দীন আরও লেখেন, “বন্ধু বলেছে—স্যারকে পুরো ফ্রেশ ও সুস্থ লাগছিল।”
এদিকে কলকাতায় বাংলাদেশের দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিদের বিষয়ে ওয়াকিবহাল। তাঁরা কোনো অপরাধে যুক্ত না থাকলে, হয়রানির শিকার হন না।
নিউটাউনের একই কমপ্লেক্সে অবস্থান করছেন ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারী ও টাঙ্গাইল-২ আসনের আলোচিত সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির। ছোট মনির সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের জামাতা হিসেবেও পরিচিত।
আওয়ামী লীগের কলকাতায় অবস্থানরত একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওবায়দুল কাদের খুব একটা বাইরে যান না। মাঝে মাঝে চিকিৎসা নিতে হাসপাতালে যান, তবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ প্রায় নেই বললেই চলে। মূলত তিনি নিজাম হাজারী ও ছোট মনিরের সংস্পর্শেই থাকেন।
সূত্রে আরও জানা গেছে, ৫ আগস্টের পরও কয়েক মাস ওবায়দুল কাদের বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে যান, যেখানে একাধিক নেতার সঙ্গে অবস্থান করছিলেন। এরপর সেখান থেকে সস্ত্রীক কলকাতায় পৌঁছান তিনি।