এবার আমিরাতের সঙ্গে ২০০ বিলিয়ন ডলারের চুক্তিতে ট্রাম্প
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে প্রায় ২০০ বিলিয়ন ডলারের একাধিক বাণিজ্য ও প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৫ মে) ওয়াশিংটনে এসব চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়, আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান থেকে বিমান কেনার জন্য সাড়ে ১৪ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়া, দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ট্রাম্প এবং আমিরাতের প্রেসিডেন্ট যৌথভাবে উদ্বোধন করেন পাঁচ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি এআই-চালিত নতুন প্রযুক্তি ক্যাম্পাস—যেটি যুক্তরাষ্ট্রের বাইরের সবচেয়ে বড় এআই স্থাপনা হতে যাচ্ছে।
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ট্রাম্প এর আগে কাতার এবং সৌদি আরবের সঙ্গেও বড় অঙ্কের চুক্তি করেছেন। কাতারের সঙ্গে চুক্তির সম্ভাব্য অর্থমূল্য ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার কোটি ডলার। এর মধ্যে কাতার এয়ারওয়েজ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং ৭৭৭ এক্স সিরিজের ২১০টি উড়োজাহাজ কেনার জন্য ৯ হাজার ৬০০ কোটি ডলারের চুক্তি করেছে।
আর সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মোট মূল্য ৬০০ বিলিয়ন ডলার। এ চুক্তির আওতায় জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র-সৌদি অংশীদারিত্ব বাড়বে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।