আখাউড়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্বামী খুন, নববধূ আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আট দিনের মাথায় স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে নববধূর বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) গভীর রাতে পৌর এলাকার মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্ত্রী জান্নাত আক্তারকে (২৩) আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত মো. হাসান মিয়া (২৮) কুমিল্লার বাসিন্দা হলেও আখাউড়ার মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। গত ৯ মে জান্নাত আক্তারের সঙ্গে তার বিয়ে হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, বিয়ের আগে জান্নাতের আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামীর সঙ্গে ঘন ঘন শারীরিক সম্পর্কের চাপ মেনে নিতে পারছিলেন না তিনি। শুক্রবার রাতে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে অস্বীকৃতি জানান জান্নাত। পরে কৌশলে হাসানকে ঘুমের ওষুধ খাওয়ান বলে ওসি জানান।