হত্যাচেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া, "ফ্যাসিস্ট সমর্থক" আখ্যায় কাঠগড়ায় কাঁদলেন

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৯ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

সকাল সাড়ে ১০টার দিকে সিএমএম আদালতে হাজির করা হয় নুসরাত ফারিয়াকে। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ২২ মে।

শুনানিকালে কাঠগড়ায় দাঁড়িয়ে কোনো কথা বলেননি নুসরাত ফারিয়া। মলিন মুখে মাথা নিচু করে ছিলেন তিনি। এসময় পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী তাকে "ফ্যাসিস্ট হাসিনার সমর্থক" আখ্যা দেন। এই বক্তব্যের পরপরই অভিনেত্রীকে চোখ মুছতে দেখা যায়।

পরে আদালত থেকে হাজতে নেওয়ার সময়ও সাংবাদিকদের প্রশ্নে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।

গতকাল রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ভাটারা থানায় জুলাই মাসের গণ-আন্দোলনের সময় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। অভিযোগে বলা হয়, আন্দোলন দমনে সহায়তার অভিযোগে তিনি হত্যাচেষ্টার মামলায় আসামি।

প্রসঙ্গত, রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া ২০১৫ সালে 'আশিকী' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। এরপর টালিউড-ঢালিউড মিলিয়ে ২০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।