“সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না”—মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জানাল জামায়াত
রাজনৈতিক সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না—এমন বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ মত জানায় দলটি।
রাত সাড়ে ৯টার দিকে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াত আমির শফিকুর রহমান। তার সঙ্গে বৈঠকে অংশ নেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
এর আগে রাতে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বসেন।
বৈঠকের পর জামায়াত নেতারা জানান, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তারা। নায়েবে আমির তাহের বলেন, “জাতির গুরুত্বপূর্ণ মুহূর্তে গঠনমূলক আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি।”
সাম্প্রতিক সময়ের রাজনৈতিক টানাপোড়েনে সেনাপ্রধানের নির্বাচন সংক্রান্ত বক্তব্য, সরকারের অভ্যন্তরীণ মতানৈক্য এবং ইউনূসের ‘পদত্যাগের ভাবনা’—এসব নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান।
রোববার আরও কয়েকটি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তবে শনিবার বিকেলে যাদের সঙ্গে বৈঠকের কথা ছিল, তাদের নাম চূড়ান্ত হয়নি তখনো।
উল্লেখ্য, জুলাইয়ের আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ দাবি ও অভ্যুত্থানপন্থী দলগুলোর অভ্যন্তরীণ বিরোধ ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টি করেছে। সরকারের বিরুদ্ধে সমালোচনা বাড়তে থাকায় কয়েকটি উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি ও এনসিপি।