ইসরায়েল এখন "শখের বশে গাজায় শিশু হত্যা করছে": বিরোধী নেতা ইয়ার গোলান
ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটস-এর নেতা ও সাবেক জেনারেল ইয়ার গোলান গাজায় চলমান যুদ্ধ এবং বর্তমান নেতানিয়াহু সরকারকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন। দেশটির পাবলিক ব্রডকাস্টার কেএএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ইসরায়েল এখন যেন শখের বশে গাজার শিশুদের হত্যা করছে।" এই বিস্ফোরক মন্তব্যে ইসরায়েলি রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গোলান বলেন, “যদি আমরা একটি সুস্থ ও বিবেকবান রাষ্ট্রের মতো আচরণে ফিরে না আসি, তবে ইসরায়েল একদিন দক্ষিণ আফ্রিকার মতো আন্তর্জাতিকভাবে একঘরে রাষ্ট্রে পরিণত হবে।” তিনি আরও যোগ করেন, “কোনো সুস্থ রাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে না, শিশুদের হত্যা করে না এবং জনসংখ্যা উচ্ছেদের মতো নীতির অনুসরণ করে না।”
সরকারের নীতিকে ‘প্রতিহিংসাপরায়ণ ও নৈতিকতাবর্জিত’ বলে মন্তব্য করে গোলান বলেন, “বর্তমান সরকার এই সংকটময় মুহূর্তে দেশ পরিচালনার কোনো ন্যূনতম যোগ্যতা রাখে না। তাদের কর্মকাণ্ড আমাদের জাতীয় অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে।”
ইসরায়েলের অভ্যন্তরে চলমান যুদ্ধনীতি ও মানবিক বিপর্যয় নিয়ে সমালোচনা দিন দিন তীব্র হচ্ছে। গোলানের এই বক্তব্য সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। তবে তার মন্তব্য তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে। নেতানিয়াহু গোলানের বক্তব্যকে ‘অপবাদ’ এবং ‘বন্য উসকানি’ হিসেবে অভিহিত করেছেন।
২০২৩ সালের শেষ দিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল গাজায় বড় আকারের বিমান ও স্থল অভিযান শুরু করে। এরপর থেকেই সংঘাত ব্যাপকতর আকার ধারণ করে। আন্তর্জাতিক সংস্থা বিডিএস (BDS) এই পরিস্থিতিকে গণহত্যা হিসেবে উল্লেখ করে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী বয়কটের ডাক আরও জোরালো করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৫৩ হাজার ৩৩৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৪ জন। নিখোঁজ রয়েছেন আরও ১০ হাজারেরও বেশি মানুষ।
এদিকে, জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার সতর্ক করে জানিয়েছেন, যদি দ্রুত আরও মানবিক সহায়তা না পৌঁছায়, তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় আরও ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে।