মানিকগঞ্জের দুই মামলায় মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর
মানিকগঞ্জের পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
সিংগাইর উপজেলায় একটি হত্যা মামলায় মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক আবদুল নুর। এছাড়া হরিরামপুর উপজেলায় হামলা ও ভাঙচুরের মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক আইভী আক্তার তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়। তাকে আদালতে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং কেউ কেউ মমতাজের দিকে ডিম ছুঁড়ে মারেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মো. সাগর গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরবর্তীতে তার মা বিউটি আক্তার গত ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৪৩ জনকে নামীয় এবং ২৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এতে ৪৯ নম্বর আসামি হিসেবে মমতাজ বেগমের নাম উঠে আসে।
প্রসঙ্গত, মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরবর্তী সময়ে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন। বর্তমানে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সৎ ছেলে সিংগাইর পৌরসভার মেয়র এবং ভাগনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।