ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে এক পুরুষ কেবিন ক্রুকে বিমানের টয়লেটে নগ্ন হয়ে নাচতে দেখা যাওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি তখন নেশাগ্রস্ত ছিলেন।
ঘটনাটি ঘটেছে সান ফ্রান্সিসকো থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাচ্ছিল এমন একটি বিজনেস ক্লাস ফ্লাইটে। ফ্লাইট চলাকালীন খাবার পরিবেশনের সময় ওই স্টুয়ার্ডকে খুঁজে না পেয়ে সহকর্মীরা খোঁজ শুরু করেন। পরে তাকে ক্লাব ওয়ার্ল্ড ক্যাবিনের টয়লেটে সম্পূর্ণ নগ্ন ও অপ্রকৃতস্থ অবস্থায় পাওয়া যায়।
পরিস্থিতি সামাল দিতে তাকে প্রথম শ্রেণির একটি পায়জামা পরিয়ে বিমানের একটি আসনে বেল্ট বেঁধে রাখা হয় এবং অবতরণ পর্যন্ত—১০ ঘণ্টারও বেশি সময়—সেখানেই তাকে বসিয়ে রাখা হয়।
বিমান অবতরণের পর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এবং চিকিৎসা সেবা দেওয়া হয়। ফ্লাইটটিতে ৪৭০ জন যাত্রী ছিলেন, এবং এই ঘটনার কারণে অন্যান্য ক্রুদের বিরতি ছাড়াই পুরো ফ্লাইট পরিচালনা করতে হয়।
এক সহকর্মী জানান, “আমরা মনে করছি সে ওষুধ গ্রহণ করেছিল। তার আচরণ ছিল অত্যন্ত অস্বাভাবিক। সে যাত্রীদের খাবার পরিবেশনের পরিবর্তে টয়লেটে গিয়ে কাপড় খুলে নাচছিল।”
ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনাটি এখন পুলিশের তদন্তাধীন। তারা আরও জানায়, এটি নিরাপত্তা ও পেশাদার আচরণের গুরুতর লঙ্ঘন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ব্রিটিশ এয়ারওয়েজের বেশ কয়েকটি অনিয়মজনিত ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে, যা তাদের কর্মীদের আচরণ ও বিমানের নিরাপত্তা প্রটোকল নিয়ে প্রশ্ন তুলছে।