নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে আহত ৩, আন্দোলনে উত্তাল শাহবাগ
ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনে থাকা নার্সিং শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার (১৪ মে) দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা পেরিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করছিলেন। ফলে ওই এলাকায় যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
আহতদের মধ্যে রয়েছেন বরিশাল নার্সিং কলেজের রিফাত এবং ঢাকা আইডিয়াল নার্সিং কলেজের শিক্ষার্থী তানবির। আহতদের ঢাকা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী অভিষেক।
শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। সকাল থেকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএন্ডএমসি) সামনে অবস্থান নিয়ে এক ঘণ্টার সময়সীমা বেঁধে দেন দাবি আদায়ের জন্য। কিন্তু দাবি পূরণে কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা শাহবাগে সড়ক অবরোধ করেন।
ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সদস্য আকাশ মিয়া বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছিলাম। আমাদের ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক সমমানে উন্নীত করার বিষয়টি দীর্ঘদিনের দাবি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।"
এদিকে আন্দোলনের প্রভাব অন্যান্য জেলায়ও পড়তে শুরু করেছে। রাজশাহী নার্সিং কলেজে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’র জেরে কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
গত কয়েক দিন ধরে সারা দেশের নার্সিং শিক্ষার্থীরা এই দাবিতে আন্দোলন করে আসছেন। তাঁদের দাবি, এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে অবিলম্বে স্নাতক (পাস) সমমানের স্বীকৃতি দেওয়া হোক।