গাজায় আইডিএফ-এর ২৪ ঘণ্টার অভিযানে নিহত ১১৫ ফিলিস্তিনি

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বিমান অভিযানে গাজা উপত্যকায় একদিনে আরও ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (১৬ মে) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় চালানো এ অভিযানে আহত হয়েছেন আরও অন্তত ২১৬ জন। শুক্রবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয় — খবর আলজাজিরার।

বিবৃতিতে আরও জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় অভিযান শুরু করে আইডিএফ। এরপর থেকে দেড় বছরেরও বেশি সময় ধরে চলমান এই অভিযানে এ পর্যন্ত গাজায় মোট ৫৩ হাজার ১১৯ জন নিহত এবং ১ লাখ ১৯ হাজার ৯১৯ জন আহত হয়েছেন। হতাহতদের অন্তত ৫৬ শতাংশই নারী ও শিশু।

প্রসঙ্গত, হামাসের ওই হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জিম্মিদের মুক্ত করতে এবং হামাসকে নির্মূল করার লক্ষ্যে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

চলমান চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, মাত্র দুই মাস পর, ১৮ মার্চ থেকে পুনরায় গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৮ হাজার ১৭৩ জন আহত হয়েছেন।

আটক ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইডিএফ।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার এই অভিযান বন্ধের আহ্বান জানালেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল করা ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত এই অভিযান চলবে।