মুকুল দেবের মৃত্যুতে বলিউডে শোক, মুখ খুললেন ভাই রাহুল দেব
অভিনেতা মুকুল দেবের আকস্মিক মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। প্রথমে অভিনেতা মনোজ বাজপেয়ী সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুসংবাদ শেয়ার করলেও মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করেননি। এতে তৈরি হয় ধোঁয়াশা, এবং প্রশ্ন উঠতে থাকে—মৃত্যুটি আদৌ স্বাভাবিক ছিল কি না। এই পরিস্থিতিতে এবার মুকুল দেবের ভাই, অভিনেতা রাহুল দেব প্রকাশ্যে মুখ খুললেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাহুল জানান, মুকুল কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। শেষ ৮-১০ দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং তিনি দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।
রাহুল দেব লেখেন, “গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। তিনি তার কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন।”
তিনি আরও লেখেন, “মুকুলকে আমাদের দুই ভাইবোন—রশমি দেব ও আমি—ভীষণ মিস করব। মুকুলের ভাইয়ের ছেলে সিদ্ধান্ত দেবও তাকে সবসময় মনে রাখবে। আজ বিকেল পাঁচটায় তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুগ্রহ করে যারা পেরে উঠবেন, তারা উপস্থিত থাকবেন।” শেষকৃত্যের আয়োজন করা হয়েছে দিল্লিতে।
তবে রাহুল দেবও মুকুলের মৃত্যুর নির্দিষ্ট কারণ খোলাসা করেননি। ফলে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ছে।
মুকুল দেব বড়পর্দা ও ছোটপর্দা—উভয় ক্ষেত্রেই সমানভাবে জনপ্রিয় ছিলেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার, যেখানে তিনি এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। সালমান খানের ‘জয় হো’ ছবিতে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। হিন্দির পাশাপাশি তিনি মালয়ালাম, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, বাংলা ও ইংরেজি ভাষার সিনেমাতেও কাজ করেছেন।
মুকুলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মনোজ বাজপেয়ী, বিন্দু দারা সিং এবং দীপশিখা নাগপালের মতো সহকর্মীরা।