গাজায় প্রতি ২০ মিনিটে এক শিশুর প্রাণহানি: ইউনিসেফ

গাজায় ইসরায়েলি হামলায় গড়ে প্রতি ২০ মিনিটে এক শিশুর মৃত্যু হচ্ছে। শুক্রবার এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে এমন হৃদয়বিদারক তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানায়, চলমান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হয়েছে।

ইউনিসেফ বলেছে, “এটি কেবল শৈশবের ধ্বংস নয়, একটি জীবনেরই নির্মম সমাপ্তি।”

ত্রাণের লাইনে গুলিবর্ষণ, আহত ২০

গাজার ভয়াবহ খাদ্য সংকটের মধ্যেও শুক্রবার আবারও ত্রাণের লাইনে ভিড় করা মানুষদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গাজার হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা।

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজা

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA) জানিয়েছে, তাদের গুদামে এক মাসের জন্য দুই লাখেরও বেশি মানুষের প্রয়োজনীয় খাদ্য, ওষুধ, কম্বল ও চিকিৎসা সামগ্রী মজুত রয়েছে। তবে অবরোধ ও সহিংসতার কারণে এসব ত্রাণ বিতরণ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দিনভর ইসরায়েলি হামলায় আরও ২৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।