"তাহলে কি বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণে কেউ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না? সেক্ষেত্রে তার অর্জিত সনদের মূল্যটাই বা কোথায়?" — এমন প্রশ্নের উত্তরে এক কর্মকর্তা বলেন, "বিষয়টি নিয়ে আলোচনা করে দেখা গেছে, দুই পর্যায়ে বয়সসীমা নির্ধারণ করা অযৌক্তিক। তাই সিদ্ধান্ত হয়েছে, শুধুমাত্র নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় বয়স বিবেচনা করা হবে। গণবিজ্ঞপ্তিতে আর কোনো বয়সসীমা থাকবে না। নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তারা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।"

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিধিমালা সংশোধনের বিষয়ে তিনি আরও জানান, "সংশোধিত বিধিমালার খসড়া তৈরি করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে সুপারিশসহ। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে। উভয় মন্ত্রণালয়ের অনুমোদন শেষে সংশোধিত বিধিমালা চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।"

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, "চূড়ান্ত সংশোধন প্রকাশের আগেই যদি কোনো গণবিজ্ঞপ্তি জারি হয়, সেটি তখন বিদ্যমান পুরোনো বিধিমালার আওতায় পড়বে, নতুন সংশোধনের আওতায় নয়।"