মোদি: "আমার শিরায় রক্ত নয়, সিঁদুর টগবগ করে ফুটছে"

বিকানের, রাজস্থান | ২২ মে ২০২৫
কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার জবাব মাত্র ২২ মিনিটেই দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে তিনি বলেন, “আমার শিরায় রক্ত নয়, বরং সিঁদুর টগবগ করে ফুটছে।”

বুধবার রাজস্থানের বিকানের জেলার দেশনোকে এক জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন মোদি। এদিন তিনি ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর আওতায় ১০৩টি আধুনিক রেলস্টেশন উদ্বোধন করেন। এ প্রকল্পের অধীনে ভারতের সহস্রাধিক স্টেশন আধুনিকায়নের কাজ চলছে।

বক্তব্যের একপর্যায়ে মোদি বলেন, "যারা ভারতের মা-বোনেদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। ৯টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "গোটা দেশ ও বিশ্বের শত্রুরা দেখেছে— যখন সিঁদুর বারুদের মতো জ্বলে ওঠে, তখন কী হয়।"

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী জানান, ‘অপারেশন সিঁদুর’-এর তিনটি মূলনীতি রয়েছে:

১. ভারতের মাটিতে কোনো সন্ত্রাসী হামলা হলে, উপযুক্ত জবাব দেওয়া হবে— সময় ও কৌশল নির্ধারণ করবে ভারতীয় বাহিনী।
২. ভারত পারমাণবিক বোমার হুমকিতে ভয় পাবে না।
৩. সন্ত্রাসবাদীদের এবং তাদের সহায়তাকারী রাষ্ট্রের মধ্যে কোনো পার্থক্য করা হবে না।

মোদি বলেন, “পেহেলগামে গুলি চললেও, আঘাত লেগেছে ১৪০ কোটি ভারতীয়র হৃদয়ে। আমরা সন্ত্রাসের হৃদয়েই আঘাত করেছি। ভারতীয় বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, আর তারা পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছে।”

তিনি বলেন, ভারত আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।