আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন মেহজাবীন চৌধুরী। টরন্টো চলচ্চিত্র উৎসবে যাত্রা শুরু করা তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’ ইতিমধ্যে জায়গা করে নিয়েছে বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা ও ডালাসসহ একাধিক আন্তর্জাতিক উৎসবে। এবার যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
এমন অর্জনে স্বভাবতই আনন্দিত মেহজাবীন। তিনি গণমাধ্যমকে বলেন, “ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীর সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় অর্জন। আমি চাই আরও ভালো ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে।”
রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের ৩৩তম আসর শুরু হবে আগামী ১৮ জুন এবং চলবে ২৭ জুন পর্যন্ত। উৎসবের ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে ‘সাবা’।
এছাড়া, প্রথম সিনেমা পরিচালনার স্বীকৃতি হিসেবে মাকসুদ হোসাইন পেয়েছেন ব্যক্তিগত মনোনয়ন, এবং সিনেমাটি ডিসকভারি অ্যাওয়ার্ড বিভাগের মনোনয়নেও জায়গা করে নিয়েছে।
যদিও ‘সাবা’ ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে, তবে এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি চলচ্চিত্রটি।