গাজা যুদ্ধবিরতি: মার্কিন প্রস্তাবে প্রতিক্রিয়া জানাল হামাস

গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতের প্রস্তাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। তবে তারা এখনো তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করেনি।

শনিবার এক বিবৃতিতে হামাস জানায়, কাতার ও মিসরের মধ্যস্থতায় তারা যে প্রস্তাব জমা দিয়েছে, তা একটি স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে দেওয়া হয়েছে।

হামাসের বিবৃতি অনুযায়ী, এই চুক্তির অংশ হিসেবে তারা ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং ১৮ জনের মরদেহ মুক্তি দিতে প্রস্তুত, যার বিনিময়ে নির্দিষ্টসংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তি দাবি করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, প্রস্তাবিত খসড়ার ভিত্তিতে হামাসের পক্ষ থেকে জিম্মিদের মুক্তির বিনিময়ে ১২৫ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি এবং যুদ্ধ শুরু হওয়ার পর আটক হওয়া আরও ১,১১১ জন গাজাবাসীকে মুক্তি দেওয়া হবে।

প্রস্তাব অনুযায়ী, ৬০ দিনের একটি প্রাথমিক যুদ্ধবিরতির সময়েই স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা শুরু হবে এবং গাজায় তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে, যা জাতিসংঘ, রেড ক্রিসেন্টসহ অনুমোদিত সংস্থার মাধ্যমে বিতরণ করা হবে।

তবে খসড়ায় স্থায়ী যুদ্ধবিরতির কোনো প্রতিশ্রুতি নেই, যা হামাসের অন্যতম প্রধান দাবি। এছাড়া যুদ্ধবিরতির মেয়াদ আলোচনা চলাকালে স্বয়ংক্রিয়ভাবে বাড়বে—এমন নিশ্চয়তাও দেওয়া হয়নি।

হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য বাসেম নাঈম এক ফেসবুক পোস্টে জানান, প্রাথমিকভাবে তারা এই কাঠামোকে ‘জনগণের দাবি পূরণে ব্যর্থ’ মনে করেছে, তবে আলোচনা এখনো চলমান।