"আমি যতদিন আছি, দেশের ক্ষতি হয়—এমন কিছু হতে দেব না: প্রধান উপদেষ্টা ড. ইউনূস"

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমি যতদিন আছি, দেশের অনিষ্ট হয়—এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকুন।”

রোববার রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা এখন এক ধরনের যুদ্ধাবস্থার মধ্যে রয়েছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই বিভাজন থেকে আমাদের বেরিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। জাতি হিসেবে আমরা যেন আত্মমর্যাদা ধরে রেখে এগিয়ে যেতে পারি।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি বড় সুযোগ পেয়েছি—ধ্বংসপ্রাপ্ত দেশকে টেনে তোলার। তবে একই সঙ্গে দেশের ভেতরে-বাইরে আরেকটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যাতে আমরা অগ্রসর হতে না পারি এবং সবকিছু ভেঙে পড়ে।”

“সবাইকে একসঙ্গে পেয়ে সাহস পেয়েছি,” বলেন তিনি। “যদি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারি, তবে নিজেকে অপরাধী মনে করব।”