শামীমা নূর পাপিয়ার ৪ বছরের কারাদণ্ড, স্বামীসহ ৪ জন খালাস
অর্থপাচারের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন এ রায় ঘোষণা করেন। পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের সময় পাপিয়া আদালতে উপস্থিত ছিলেন না। ফলে আদালত তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তবে মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী এবং তিন সহযোগীকে খালাস দেওয়া হয়েছে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে র্যাবের অভিযানে পাপিয়াসহ চারজন বিপুল পরিমাণ নগদ টাকা, জাল মুদ্রা, বিদেশি মুদ্রা, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হন। পরবর্তীতে অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা দায়ের হয়। পাপিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্বামীর কাছ থেকে অবৈধভাবে অর্জিত পাঁচ কোটি টাকার মধ্যে বিপুল পরিমাণ অর্থ হোটেল ভাড়াসহ বিলাসবহুল খাতে ব্যয় করেন।