ফর্মহীনতার ছায়া পেরিয়ে সাব্বিরের ব্যাটে বিস্ফোরণ, ৯৬ বলে ১৫২ রানের ইনিংস

সাব্বির রহমান—এক সময় বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি ক্রিকেটে ‘বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিত মুখ। কিন্তু সময়ের ব্যবধানে ফর্ম হারিয়ে জাতীয় দলের বাইরে চলে যেতে হয় তাকে। ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অনেকটাই হারিয়ে যাওয়া এক নাম হয়ে উঠেছিলেন সাব্বির।

তবে দীর্ঘ সময় পর ক্রিকেটপ্রেমীদের চমকে দিলেন তিনি। খেললেন এক অতিমানবীয় ইনিংস, তাও দেশের বাইরে—ইংল্যান্ডে। টেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানের একটি ম্যাচে উক্সব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে মাত্র ৯৬ বলে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাব্বির রহমান। ইনিংসটি সাজিয়েছেন ৯টি ছক্কা ও অসংখ্য বাউন্ডারির সৌজন্যে।

সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে আমান কাদরির ১৩৪ রানের সহযোগিতায় উক্সব্রিজ গড়ে তোলে ৩৪৮ রানের বিশাল সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ আমেরশাম ক্রিকেট ক্লাব গুটিয়ে যায় অনেক আগেই। ফলে উক্সব্রিজ জয় পায় ১৩১ রানে

সাব্বির শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও অবদান রাখার চেষ্টা করেছেন। ম্যাচে তিনি ৪ ওভার বোলিং করে দিয়েছেন ২৭ রান, যদিও উইকেটের দেখা পাননি।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করেন সাব্বির রহমান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ম্যাচের স্কোরকার্ড শেয়ার করে তিনি লেখেন:

“আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন। দয়া করে আমাকে আপনার দোয়ায় রাখবেন।”

সাব্বিরের এই ইনিংস শুধুই একটি ম্যাচ নয়, বরং তার ক্যারিয়ারের জন্য হতে পারে একটি নতুন আশার আলো। জাতীয় দলে ফেরা এখনও দূর স্বপ্ন হলেও, এমন পারফরম্যান্স হয়তো আবার তাকে আলোচনায় ফিরিয়ে আনবে।