বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর ওপর হামলা: নগরকান্দা থানার ওসি প্রত্যাহার
ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলার ঘটনায় এবং প্রশাসনের ভূমিকাকে ঘিরে বিতর্কের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় বৈষাখীর ওপর হামলার ঘটনা ঘটে। এর আগে একই দিন তিনি নগরকান্দা থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ দিয়ে ফেরার পথে রাস্তার উপর তার ওপর হামলা চালানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম জানান, প্রশাসনিক কারণে ওসি সফর আলীকে ফরিদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার পুলিশ সুপার এ আদেশ দেন।
সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহ্ মো. আরাফাত। তিনি বলেন, “ভবুকদিয়ার খবর পাওয়ার ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি ও হামলার শিকার হলেও প্রশাসন কোনো সহযোগিতা করেনি।”
তিনি প্রশাসনের নীরব ভূমিকা এবং নিরাপত্তার অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করে বলেন, “আপনারা এসি গাড়িতে পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরেন, আর আমরা জেলা পর্যায়ে নিরাপত্তাহীনতায় ভুগি—এটা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি।”
এই প্রেক্ষাপটে নগরকান্দা থানার ওসিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।