কারামুক্ত হয়ে আবেগঘন বার্তা দিলেন নুসরাত ফারিয়া
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
কারামুক্তির পর বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন,
“জীবনের সবচেয়ে মুমূর্ষ সময় পার করেছি এ দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এ সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, তাদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে থেকেছেন—এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখব।”
গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে ফারিয়া লেখেন,
“বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে। তাদের এ সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সব সময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।”
উল্লেখ্য, গত রোববার থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে এবং পরবর্তীতে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন সোমবার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ফারিয়ার পাশাপাশি অপু বিশ্বাস, নিপুণ আক্তার, ভাবনা ও জায়েদ খানসহ ১৭ জন অভিনয় শিল্পীকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ আনা হয়, তারা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় কাজ করেছেন।