গাজার অবস্থা নরকের চেয়েও ভয়াবহ: রেড ক্রস প্রেসিডেন্ট
গাজায় চলমান মানবিক বিপর্যয়কে “নরকের চেয়েও খারাপ” বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি)-এর প্রেসিডেন্ট মিরিয়ানা স্পোলয়ারিচ।
সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “মানবিকতা ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রগুলো যুদ্ধ থামাতে, ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান ঘটাতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে। মানবিক কার্যক্রম সম্পর্কিত আন্তর্জাতিক আইনগুলোকে উপেক্ষা করা হচ্ছে — যা অত্যন্ত উদ্বেগজনক।”
যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রেড ক্রস
আইসিআরসি একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক সংগঠন, যারা বিশ্বব্যাপী যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক সহায়তা দিয়ে থাকে। গাজায় সংস্থাটির প্রায় ১৩০ জন কর্মী কাজ করছেন, যাদের অধিকাংশই ফিলিস্তিনি।
দক্ষিণ গাজার রাফাহ শহরে সংস্থাটি একটি সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে আসছে। সম্প্রতি এই হাসপাতালের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রে সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটে।
রেড ক্রস জানায়, গতকাল সকালে ওই হাসপাতালে ১৮৪ জন আহতকে ভর্তি করা হয়, যাদের মধ্যে ১৯ জন ঘটনাস্থলেই নিহত ছিলেন এবং পরে আরও ৮ জন মৃত্যুবরণ করেন।
আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি আহ্বান
আইসিআরসি, যেটিকে জেনেভা কনভেনশনের তত্ত্বাবধায়ক সংস্থা হিসেবে বিবেচনা করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কাজ করছে।
সংস্থার প্রেসিডেন্ট স্পোলয়ারিচ বলেন, “যুদ্ধেরও নিয়ম আছে — এবং তা সব পক্ষের জন্যই প্রযোজ্য। সেই নিয়মগুলো উপেক্ষা করা হলে মানবিক বিপর্যয় আরও গভীর হয়।”