করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ জন। সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪.৬৮ শতাংশ।
মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৬১-৭০, একজনের ৭১-৮০ এবং একজনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে। মৃতদের একজন ঢাকার ও দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তিনজনের মধ্যে একজন সরকারি এবং দুজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের। চলতি বছর এখন পর্যন্ত মারা গেছেন ১৯ জন। দেশে করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন।