ঈদযাত্রা নির্বিঘ্নে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

কোরবানির ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, যাত্রীদের হয়রানি ও ভোগান্তি রোধে ভোর থেকেই মহাখালী বাস টার্মিনালে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।

এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বেশ কয়েকটি বাস কাউন্টারে অভিযান চালানো হয়। অভিযানের সময় লাবিবা ক্লাসিক লিমিটেড পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছিল—এমন প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮০ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।