ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বাড়ছে হতাহতের সংখ্যা

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইরান দ্বিতীয় দফায় হাইফা ও তেলআবিবসহ ইসরাইলজুড়ে বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইসরাইল তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে হামলা চালালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের হামলায় নিহত ১৩ ইসরায়েলি

ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন। এ হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৩৮৫ জন। আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিশেষ করে তেলআবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে ছয়জন নিহত ও সাতজন নিখোঁজ রয়েছেন।

ইসরায়েলের জরুরি বিভাগ জানিয়েছে, রাতভর প্রায় ২০০টির বেশি রকেট নিক্ষেপ হয়, যার মধ্যে ২২টি স্থানে আঘাত হেনেছে।

ইরানে প্রাণহানির সংখ্যা ৮০ ছাড়াল

ইরানি গণমাধ্যমের মতে, ইসরায়েলি হামলায় অন্তত ৮০ জন ইরানি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে। আহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ‘ট্রু প্রমিজ ৩’ অভিযানের আওতায় ইরান প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হাইফার তেল শোধনাগার ও বিশ্ববিদ্যালয়ে হামলা

ইরানের হামলায় ইসরাইলের হাইফায় অবস্থিত একটি তেল শোধনাগার এবং রেহোভতের উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিরিয়াত একরনের একটি শপিং মল এবং রেহোভতের একটি ভবনে আঘাত হেনেছে মিসাইল।

ইসরাইলি বিমান ধ্বংসের দাবি

ইরান দাবি করেছে, এক ঘণ্টার ব্যবধানে ইসরাইলের ১০টি সামরিক বিমান ভূপাতিত করেছে তারা। যদিও ইসরায়েল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ইসরাইলের প্রতিক্রিয়া

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হবে। এদিকে ইরানকে ঘিরে ইসরাইল নতুন করে হামলা চালালে তার জবাব আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি কর্মকর্তারা।

কূটনৈতিক তৎপরতা

ইরান-ইসরাইল উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন। তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। তবে ইরান বলেছে, যতক্ষণ ইসরাইলি আগ্রাসন চলবে, ততক্ষণ তারা আলোচনার টেবিলে আসবে না।

মোসাদ গুপ্তচর গ্রেপ্তার

ইরান জানিয়েছে, তারা ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুই গুপ্তচরকে গ্রেফতার করেছে। এই দুই ব্যক্তি বিস্ফোরক তৈরির সময় আলবোর্জ প্রদেশে আটক হন।

প্রতিরক্ষা ব্যবস্থায় চাপে ইসরাইল

বিশ্লেষকরা বলছেন, ইরানের একযোগে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল হামলায় ইসরাইলের বিখ্যাত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়েছে। যদিও ইসরাইলের হাতে আরও উন্নত ব্যবস্থা রয়েছে, তবুও বড় পরিসরের হামলা সামলাতে তা পর্যাপ্ত নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।