মেঘনায় ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৬,৪৮০ টাকায়!
মেঘনা নদীতে ধরা পড়েছে বিরল এক রাজা ইলিশ। মাছটির ওজন ২ কেজি ৭০ গ্রাম। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি মাছঘাটে নিলামের মাধ্যমে এটি ৬ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়।
স্থানীয় আড়তদার মো. কামাল হোসেন সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছটি কিনে নেন। তিনি জানান, ইলিশটি ধরা পড়ে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মাঝির জালে। পরে দুপুর ২টার দিকে জেলে মাছটি নিয়ে আসেন তুলাতুলি মাছঘাটে। সেখানেই শুরু হয় নিলাম। ১,৫০০ টাকা থেকে ডাক শুরু হয়ে ৬,৪৮০ টাকায় গিয়ে শেষ হয়।
কামাল হোসেন বলেন, মাছটি তিনি বরিশালের আড়তে সাড়ে সাত থেকে আট হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। ২ কেজির বেশি ওজনের ইলিশকে সাধারণত ‘রাজা ইলিশ’ বলা হয়ে থাকে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সাম্প্রতিককালে নদীতে ইলিশ ধরা ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান চলার কারণে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে আরও বড় ইলিশ জেলেদের জালে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।