মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল, ৬ জনের যাবজ্জীবনও নিশ্চিত
চাঞ্চল্যকর মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশও বহাল রাখা হয়েছে।
সোমবার (২ জুন) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের দিন রায়ের জন্য ধার্য করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার, মো. আসাদ উদ্দিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল গিয়াসউদ্দিন গাজি, লাবনি আক্তার, তানভীর প্রধান, সুমাইয়া বিনতে আজিজ ও আসাদুল্লাহ আল গালিব।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা। এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন এবং সাতজনকে খালাস দেন।
যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন:
-
এসআই নন্দ দুলাল রক্ষিত
-
সাগর দেব
-
রুবেল শর্মা
-
মামলার সাক্ষী নুরুল আমিন
-
মো. নেজামুদ্দিন
-
আয়াজ উদ্দিন
উল্লেখ্য, বিচারিক আদালতের রায়ের পর নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ‘ডেথ রেফারেন্স’ হাইকোর্টে পাঠানো হয় এবং দণ্ডিতরা আপিল করেন।