ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগে ইসরাইল: বিশ্লেষক স্ট্রানোভিচ

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নিতে পারে—এ আশঙ্কায় চরম উদ্বেগে রয়েছে ইসরাইল। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালা নিউজের বিশ্লেষক ও সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা ডেনিস স্ট্রানোভিচ। রেডিও তেহরান তার এ বক্তব্য প্রকাশ করেছে।

এক নিবন্ধে স্ট্রানোভিচ লিখেছেন, যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তবে ইসরাইলের সবচেয়ে বড় ভয়—এটি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা দেশটির অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতাকে বিপর্যস্ত করে তুলবে।

ইসরাইলি জায়নিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের এই গবেষক বলেন, ইরানের পরমাণু কিংবা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার ক্ষমতা ইসরাইলের নেই। তাই যুদ্ধ দ্রুত শেষ করাই হবে তাদের জন্য সবচেয়ে বাস্তবসম্মত কৌশল।

তবে ইসরাইলি অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও অস্থির। যুদ্ধ থামানো বা কৌশল নির্ধারণে দেশটির নীতিনির্ধারকরা ঐকমত্যে পৌঁছাতে পারছেন না বলে জানান তিনি।

গত শুক্রবার থেকে ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে। জবাবে তেহরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেল আবিবে। এই পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি হয়েছে।

ইসরাইলি সূত্র বলছে, ইরানের হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে, আহত শতাধিক। অন্যদিকে, ইরান দাবি করেছে, ইসরাইলি হামলায় অন্তত ২২৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে।