ইরানের পাশে রাশিয়া, আগ্রাসন ভিত্তিহীন: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন ভিত্তিহীন এবং আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী। মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। আলোচনার শুরুতেই পুতিন বলেন, ইরানি জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত রয়েছে। —খবর আল-জাজিরা।
পুতিনের এমন অবস্থানের প্রশংসা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানান, রাশিয়া ‘সঠিক ইতিহাসের পক্ষে’ দাঁড়িয়েছে। এ সময় তিনি রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। একইসঙ্গে, রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, কোনো সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো এক ধরনের দায়িত্বজ্ঞানহীনতা। এতে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো ভূলুণ্ঠিত হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে উত্তেজনা প্রশমনের জন্য পরিবেশ তৈরিতে আহ্বান জানাচ্ছি।
রোববার রাশিয়া পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার তার সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে তুরস্কের ইস্তাম্বুলে আরাগচি বলেন, "রাশিয়া আমাদের প্রকৃত বন্ধু ও কৌশলগত অংশীদার। আমরা সব সময় পরস্পরের সঙ্গে পরামর্শ করি ও সমন্বয় বজায় রাখি।"
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া ও ইরানের মধ্যে একটি ‘বিস্তৃত অংশীদারত্ব চুক্তি’ স্বাক্ষরিত হয়, যা দুই দেশের কৌশলগত মৈত্রীর ভিত্তি আরও দৃঢ় করেছে। তবে এতে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।