জামিনে মুক্তি পেলেন নোবেল, আসছে নতুন অতিথি!
ধর্ষণ ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।
কারাগারে বসে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে বিয়ের পাঁচ দিনের মাথায় জামিনে মুক্তি পেলেন তিনি। শুনানির দিন আদালতে কড়া নিরাপত্তায় উপস্থিত হন নোবেল, তার কিছু সময় পর হাজির হন স্ত্রী প্রিয়াও। আদালতের কাঠগড়ায় দুজনকে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে দেখা যায়।
শুনানির সময় বিচারক স্ত্রী প্রিয়াকে প্রশ্ন করেন, নোবেলের জামিনে তার কোনো আপত্তি আছে কি না। উত্তরে প্রিয়া বলেন, “না।” উভয় পক্ষের আইনজীবীরাও আদালতকে জানান, এটি ছিল একটি ভুল বোঝাবুঝি এবং বর্তমানে বিষয়টি মীমাংসিত। বিচারক সব বিবেচনায় জামিন মঞ্জুর করেন।
আদালত চত্বরেই নোবেল-প্রিয়াকে একসঙ্গে দেখা যায়, পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারা একে অপরের সঙ্গে আলাপ করছিলেন। গারদে ফেরার সময় নোবেল প্রিয়ার হাত ধরে লিফটে ওঠেন, যা উপস্থিত অনেকের দৃষ্টি কাড়ে।
পরে গণমাধ্যমকে জানানো হয়, এই দম্পতির সংসারে খুব শিগগিরই নতুন অতিথি আসছে। তবে নোবেল বা প্রিয়া এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেননি।
এর আগে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়েতে দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা।
কারাগারে বিয়ে এবং জামিনের প্রক্রিয়া নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে নোবেল ও প্রিয়া নতুন জীবনের শুরুতে সকলের দোয়া কামনা করেছেন।