"ফ্যাসিস্টরা বিদায় নিলেও ফ্যাসিজমের ছায়া এখনো জাতির ঘাড়ে": জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনৈতিক ইতিহাসে যারা জীবনবাজি রেখে পরিবর্তনের জন্য লড়াই করেছেন, তাদের মূল লক্ষ্য ছিল ফ্যাসিজমের অবসান। কিন্তু দুঃখজনকভাবে ফ্যাসিস্টদের বিদায় হলেও ফ্যাসিবাদী ধারা এখনো দেশের ওপর ভার হয়ে আছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দল হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বসম্মত রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ার পর এটিই ছিল দলের প্রথম সংবাদ সম্মেলন।
ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিজমকে পুরোপুরি বিদায় জানাতে হলে প্রয়োজন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এর মধ্য দিয়েই গঠিত হবে একটি ন্যায়ভিত্তিক সরকার—যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।”
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, “আমরা কারো পক্ষপাত চাই না, আবার কারো ওপর অন্যায় হোক সেটাও চাই না। নির্বাচন কমিশন যে আসনে বসে আছে তা একটি আমানতের জায়গা। সেই সম্মান তারা যেন রক্ষা করেন।”
তিনি আরও বলেন, “কমিশন যদি নিরপেক্ষতা বজায় রাখে, তাহলে জামায়াতে ইসলামী নির্বাচন প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করবে। তবে ব্যতিক্রম দেখা গেলে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাব, চুপ থাকব না।”