খামেনির হুঁশিয়ারির পরই ইসরাইলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। হামলার খবরের পরপরই ইসরাইলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে। এর আগে মধ্য ইসরাইলেও সতর্কতা সংকেত শোনা যায়।

এই হামলা ঘটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে খামেনি বলেন, “জায়নিস্ট শত্রু একটি বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে। তাকে এখনই শাস্তি দেওয়া হচ্ছে।”

ইসরাইলি সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্র আঘাত হানা কয়েকটি স্থানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এখনো পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইসরাইলি পুলিশ জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সুরক্ষা নিশ্চিত করতে উদ্ধারকারী দল ও বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞদের মোতায়েন করা হয়েছে।