চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ: মূল অভিযুক্ত লিটন গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামি, হেলপার লিটন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাব-৯ এর সিলেট সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থানার জালালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, লিটন ধর্ষণের ঘটনার মূলহোতা। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের বাসিন্দা।

এর আগে ওই মামলায় বাসচালক সাব্বির মিয়া (২৭) গ্রেফতার হন। তিনি নবীগঞ্জের এনাতাবাদ গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রী ঢাকার তেজগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকেন। রোববার তিনি হবিগঞ্জের বানিয়াচংয়ে দাদার বাড়ি যাওয়ার পথে দুই দফায় বাস পরিবর্তন করেন। দ্বিতীয় বাসে (মা এন্টারপ্রাইজ) উঠার পর বাস ফাঁকা হয়ে গেলে চালক ও হেলপার তাকে পালাক্রমে ধর্ষণ করে।

পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশকে খবর দিলে বাসচালককে আটক ও ছাত্রীকে উদ্ধার করা হয়। তবে হেলপার লিটন পালিয়ে যান।

সোমবার সকালে ভুক্তভোগী নিজেই নবীগঞ্জ থানায় মামলা করেন। বর্তমানে তিনি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।