তবে এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন স্প্যানিশ ইনফ্লুয়েন্সার জাভি দে ওইয়োস। তিনি জানান, ইয়ামাল ও ফাতির মধ্যে প্রেমের কোনো সম্পর্ক নেই। তার দাবি, তিনি নিজেও ওই রিসোর্টে উপস্থিত ছিলেন এবং সেখানে ইয়ামালের সঙ্গে বার্সেলোনার আরও কয়েকজন সতীর্থও ছিলেন।

তবে প্রেমের গুঞ্জন ছড়ানোর পর থেকেই অনলাইন হুমকির মুখে পড়েছেন ফাতি। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “এটা খুবই দুঃখজনক যে, কিছু মানুষ এতটা অন্ধ ঘৃণায় ডুবে আছে যে, তারা এমন একজনের মৃত্যুকামনা করে যাকে তারা চিনেই না। আমি তাদের জন্য প্রার্থনা করি, যেন তারা কারও জীবন ধ্বংস করার ইচ্ছা থেকে সরে আসতে পারে।”

উল্লেখ্য, ফাতি ভাজকেজ একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট হলেও তিনি মূলত একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। ইউটিউবে তার অনুসারী ১০ লাখের বেশি, ইনস্টাগ্রামে প্রায় ৪ লাখ এবং টিকটকে অনুসারীর সংখ্যা ৩ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।