সরকারি কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ বাড়ল: কারা পাবেন, কারা নন

আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য ‘বিশেষ সুবিধা’ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চাকরিজীবীরা ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীরা ৭৫০ টাকা করে বিশেষ ভাতা পাবেন।

রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ ও অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

কী পরিবর্তন হলো?

এর আগে ন্যূনতম বিশেষ সুবিধা চাকরিজীবীদের জন্য ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা নির্ধারিত ছিল। সেটাই এখন বাড়িয়ে যথাক্রমে ১,৫০০ ও ৭৫০ টাকা করা হয়েছে।

কারা এই সুবিধা পাবেন?

  • সরকারি চাকরিজীবী (বর্তমানে কর্মরত)

  • অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা, পিআরএলে যাওয়ার আগপর্যন্ত মূল বেতনের ভিত্তিতে

  • পুনঃস্থাপনকৃত পেনশনভোগীরা, যাদের পেনশনের ওপর নতুন হার প্রযোজ্য

কারা এই সুবিধা পাবেন না?

  • যাঁরা পুরো পেনশন এককালীন সমর্পণ করে উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত নন

  • বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা

পরবর্তী পদক্ষেপ

৩ জুন জারি করা অর্থ বিভাগের আগের প্রজ্ঞাপনের সংশোধনী আনতে যাচ্ছে সরকার। শিগগিরই এ বিষয়ে আলাদা আদেশ জারি হবে বলে জানিয়েছেন অর্থসচিব।