পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম: ভিসা নবায়নে জটিলতার সতর্কবার্তা দূতাবাসের

পর্যটক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদানের পরিকল্পনা করলে ভবিষ্যতে ভিসা নবায়নের ক্ষেত্রে গুরুতর জটিলতা তৈরি হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।

এক বার্তায় দূতাবাস জানায়, অনেক বিদেশি নাগরিক পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেন, যার ফলে চিকিৎসা ব্যয়ের চাপ পড়ে মার্কিন সরকারের ওপর, এবং পরোক্ষভাবে দেশটির করদাতারা সে ব্যয় বহন করেন।

এ ধরনের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা অনুযায়ী ‘অপব্যবহার’ হিসেবে বিবেচিত হতে পারে। ফলে ভবিষ্যতে ভিসা নবায়নের সময় তা প্রতিকূল প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

এছাড়া, কনস্যুলার কর্মকর্তাদের যদি মনে হয়, কোনো ভিসা আবেদনকারীর মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে তাকে স্বয়ংক্রিয় মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করা, তবে সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে বলেও জানানো হয়।

দূতাবাস সবার প্রতি আহ্বান জানিয়েছে, ভিসা আবেদন ও ভ্রমণের সময় সঠিক উদ্দেশ্য ও নীতিমালার প্রতি পূর্ণ সতর্কতা ও সম্মান বজায় রাখতে।