দীপিকা-প্রিয়াংকার বিয়ে নিয়ে শাহরুখের পুরোনো রসিকতা ফের ভাইরাল

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান মানেই রসিকতা আর মঞ্চ মাতানো উপস্থিতি। সম্প্রতি ২০১৮ সালের ‘জিরো’ সিনেমার প্রচারণার সময়কার এক পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যেখানে তার হিউমার যেন পুরো মঞ্চকে হাসির বন্যায় ভাসিয়ে দেয়।

ভিডিওতে দেখা যায়, এক সাংবাদিক দীপিকা-রণবীর এবং প্রিয়াংকা-নিকের বিয়ে নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নটি মূলত ছোড়া হয় আনুশকা শর্মার দিকে—"আপনার বিয়ের পর থেকেই বলিউডে বিয়ের ধুম!"

তখনই শাহরুখ হেসে উঠে বলেন,
"এই ট্রেন্ড তো আমার মা–বাবা শুরু করেছিলেন! আনুশকা না। বিয়ে তো বহুদিন ধরেই হচ্ছে!"

পরে সাংবাদিক আবারও দীপিকা ও প্রিয়াংকার বিয়ের প্রসঙ্গ তোলেন। জবাবে শাহরুখের সংযোজন:
"সবাই বিয়ে করুক, মাশাল্লাহ! কিন্তু আমি কী করব? ওরা বিয়ে করবে, মজা করবে, বাচ্চা হবে… আমি বারবার বিয়ে করে যাবো নাকি?"

তার কথায় মঞ্চে থাকা আনুশকা শর্মা হাসতে হাসতে প্রায় লুটিয়ে পড়েন। তখন তিনি সদ্যই ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, আর দীপিকা ও প্রিয়াংকা ছিলেন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত।

বর্তমানে শাহরুখ খান তার পরবর্তী সিনেমা 'কিং'–এর শুটিংয়ে ব্যস্ত, যেখানে তার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান ও দীপিকা পাড়ুকোন। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শোনা যাচ্ছে, অতিথি চরিত্রে দেখা যেতে পারে রানি মুখার্জিকেও।

শাহরুখের রসবোধ যে সময় পেরিয়ে আজও সমান জনপ্রিয়—এই ভিডিওর পুনরায় ভাইরাল হওয়াই তার প্রমাণ!