ফেসবুকে মৃত্যুবিষয়ক ভিডিও পোস্টের দেড় ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৃত্যুর বিষয়ে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করার মাত্র দেড় ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন শহীদুল ইসলাম (২৫) নামের এক যুবক। শুক্রবার বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শহীদুল ইয়াজ মল্লার বাড়ির বাসিন্দা আহমদ ছফার একমাত্র ছেলে। দিনমজুর হলেও ঘটনার সময় তিনি ঘরের বৈদ্যুতিক কাজ করছিলেন।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে শহীদুল নিজ ঘরে একটি হোল্ডার লাগানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে জুমার নামাজের পর, দুপুর দুইটার দিকে শহীদুল তাঁর ফেসবুক প্রোফাইলে ২৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘মানুষ কতই না অদ্ভুত। একবার চিন্তা করে না আগামীকাল বাঁচবে কি না! শুধু চিন্তা করে কাকে কীভাবে ঠকানো যায়। এটাই হলো মানুষরূপী বাস্তবজীবনের কথা।’

স্থানীয় সাংবাদিক শেখ আবদুল্লাহ বলেন, “নামাজ শেষে ভিডিওটি পোস্ট করেছিল শহীদুল। মাত্র দেড় ঘণ্টা পরই তাঁর মৃত্যুর খবর এলো। কেউই মেনে নিতে পারছি না।”

নিহতের বাবা আহমদ ছফা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র উপার্জনক্ষম ছেলেটা চলে গেল। এখন এই পরিবার নিয়ে কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না।”

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিপন দত্ত বলেন, “হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।”