সঞ্জয়ের মৃত্যুর পর ব্যবসার দায়িত্ব পেলেন না কারিশমার কন্যা সামাইরা
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য কার হাতে যাবে— তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা ও নানা গুঞ্জন। একসময় সঞ্জয়ের বাবা ছিলেন এই ব্যবসার হাল ধরে থাকা পুরোধা ব্যক্তি। পরবর্তীতে সঞ্জয় নিজেই এই দায়িত্ব তুলে নেন এবং পরিবারিক ব্যবসাকে পৌঁছে দেন এক অনন্য উচ্চতায়।
তবে সঞ্জয়ের আকস্মিক প্রয়াণে সেই ব্যবসার নেতৃত্বে এক শূন্যতা তৈরি হয়েছে। তার দুই ছেলে এখনও অপ্রাপ্তবয়স্ক, যার কারণে তারা এখনই এই দায়িত্ব নেওয়ার উপযোগী নন। এমন পরিস্থিতিতে একমাত্র প্রাপ্তবয়স্ক সন্তান হিসেবে আলোচনায় উঠে আসেন সঞ্জয় ও কারিশমার মেয়ে সামাইরা কাপুর।
তবে পরিস্থিতি মোড় নেয় ভিন্ন দিকে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সামাইরার পরিবর্তে ব্যবসার অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয়ের কোম্পানির বর্তমান সিইও বিবেক বিক্রম সিংকে।
সামাইরার সম্ভাব্য নেতৃত্ব নিয়ে গুঞ্জন থাকলেও, গত ২২ জুন সঞ্জয়ের স্মরণসভা শেষে আনুষ্ঠানিকভাবে কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় জেফরি মার্ক ওভারলিকে। একইসঙ্গে, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুরকে কোম্পানির নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরামর্শদাতা হিসেবে তিনি নীতিগত বিষয়ে মত দিতে পারবেন, তবে কোম্পানির দৈনন্দিন কার্যক্রমে তার সম্পৃক্ততা থাকবে না।
এই ঘোষণার পর নিশ্চিত হয়ে যায়, সঞ্জয়ের হাজার কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্য সামাইরার হাতে আপাতত যাচ্ছে না।