‘টাইগার’ ছাগল নিয়ে হাটে চমক, দাম চাওয়া হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা
ঢাকার ভাটারা ১০০ ফিট পশুর হাটে সবার নজর কাড়ছে একটি ব্যতিক্রমী ছাগল। নাম ‘টাইগার’। গরুর মতো আকৃতির এই ছাগলটির কান লম্বা, শরীরজুড়ে সাদা-কালোর মিশ্রণ, আর গলায় রয়েছে কালো গোলাকার দাগ। বিভিন্ন অংশে মেহেদি দিয়ে সাজানো হয়েছে ছাগলটিকে।
নওগাঁ থেকে ছাগলটি নিয়ে এসেছেন সুলতান মাহমুদ। তিনি জানান, টাইগারকে তিন বছর ধরে আদর-যত্নে বড় করেছেন। ওজন প্রায় ১০০ কেজি। শখ করে ছাগলের নাম রেখেছেন ‘টাইগার’, কারণ তার গড়ন ও চেহারায় বাঘের মতো আভিজাত্য রয়েছে।
ছাগলটির দাম হাঁকানো হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা। তবে হাটে এসে এক সপ্তাহ পার হলেও এখনও বিক্রি হয়নি টাইগার। প্রথম দিকে কয়েকজন ১ লাখ ২০ হাজার পর্যন্ত দাম বললেও এখন আর কেউ আগ্রহ দেখাচ্ছেন না। সুলতান এখন ১ লাখ ৩০ হাজার পেলেই বিক্রি করতে রাজি।
হাটে ছাগলটি দেখতে ভিড় করছেন অনেকেই। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। একজন দর্শনার্থী জুয়েল রানা বলেন, “এত বড় ছাগল আমি আগে কখনো দেখিনি। তাই শখ করে কিছু ছবি তুলে নিলাম।”
ছাগল বিক্রি না হওয়ায় দুশ্চিন্তায় সুলতান মাহমুদ। বলছেন, “ভেবেছিলাম ভালো দাম পাবো, তাই শুরুতে বিক্রি করিনি। এখন বুঝছি, প্রথমে বিক্রি করলেই ভালো হতো।”