ইরান শুক্রবার থেকে ইসরায়েলের দিকে ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি, ইসরায়েলে হামলার উদ্দেশ্যে শত শত ড্রোনও পাঠিয়েছে তেহরান। বুধবার এসব তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। খবর সিএনএনের।
প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্যমতে, ইরানের এই ধারাবাহিক হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ২৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৮০০ জনের বেশি। নিরাপত্তাজনিত কারণে ৩ হাজার ৮০০-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের বাড়ি থেকে।
অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ের মধ্যে ইসরায়েলি পাল্টা হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ২২৪ জন।