বিজয়নগরে অজ্ঞাত যুবক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কচুরিপানার ভেতর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের হত্যার রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকায় একটি জলাশয় থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম মজিবুর রহমান (৩৫), তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং আশুগঞ্জে সিএনজি চালক হিসেবে কাজ করতেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহবুব হোসেনের নেতৃত্বে পুলিশের টিম শনিবার ভোরে সদর উপজেলার দগরিসার এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত তিনজন—তৌহিদুল ইসলাম (৩১), সামির খান (২৫) ও সিয়াম (১৬)—কে গ্রেফতার করে।

পুলিশ জানায়, নিহত মজিবুরের সঙ্গে থাকা মোবাইল ও টাকা লুটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, “এই ঘটনায় মোট পাঁচজন জড়িত ছিল। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”