চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদুল আজহা শুক্রবার
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শুক্রবার (৬ জুন) চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাদ্রা দরবারসহ জেলার বিভিন্ন অঞ্চলে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সাদ্রা দরবার মাঠে ঈদের প্রধান জামাতের ইমামতি করবেন দরবারের পির জাকারিয়া চৌধুরী আল মাদানি। এছাড়া সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসায় ঈদের নামাজ পড়াবেন পির মাওলানা আরিফ চৌধুরী।
ঈদ উদযাপনকারী গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, কচুয়া, শাহরাস্তি ও মতলব উপজেলার অন্তত ৫০টি গ্রাম।
সাদ্রা দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী ১৯২৮ সালে সৌদি আরবের সময়সূচির সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপনের এই প্রথা শুরু করেন। প্রায় এক শতাব্দী ধরে চলে আসা এই রীতিতে এখন অর্ধ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করে থাকেন।
মাওলানা আরিফ চৌধুরী জানান, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ভিত্তিতে ঈদের দিন নির্ধারণ করা হয়। এ উপলক্ষে কোরবানির পশু ক্রয়সহ সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।