টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৩০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটি প্রকল্পের উড়াল সড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক চালককে বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস দুটি হলো ঢাকাগামী নবাব সরকার পরিবহণ এবং টাঙ্গাইলগামী সোনিয়া পরিবহণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে সামনের অংশ চুরমার হয়ে যায়। এতে দুই চালকসহ প্রায় ৩০ জন আহত হন। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া কয়েকজন হলেন: আব্দুর রহিম (২০), সেফালী (৪০), মাজেদুর রহমান (৩২), নুরুননাহার (৪০), আব্দুর রহমান (৪০), তানজিলা আক্তার (৩০), জেসমিন আক্তার (২৪) এবং বাকের হোসেন (২০)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উপ কমিশনার আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনায় আটকে পড়া এক চালককে বাসের ধ্বংসস্তূপ কেটে বের করতে হয়েছে। দুর্ঘটনার পর বাস দুটি সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।