নওগাঁয় থানা হেফাজতে এইচএসসি প্রশ্নপত্র চুরির অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি
নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে রাখা আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে। ঘটনার জেরে স্থানীয় প্রশাসন ও শিক্ষা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে ধামইরহাট থানায় রাখা একটি সিলগালা করা ট্রাংকের তালা ভেঙে প্রশ্নপত্র চুরি হয়। সেখানে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র সংরক্ষিত ছিল।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সার্কেল ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।
ঘটনার পরদিন, বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হয় এবং শুক্রবার উপজেলার সর্বত্র বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়।
ছবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রাংকের তালা দুটি খোয়া গেছে এবং প্রশ্নপত্রগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ইসলাম শিক্ষা বিষয়ের একটি সেট স্পষ্টভাবে দেখা গেছে।
ধামইরহাট থানার ওসি আবদুল মালেক জানান, ওই রাতে ছাগল ব্যবসায়ী উজ্জল হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আসামি সাগর হোসেনকে থানায় আনা হয়। হেফাজতে থাকা অবস্থায়, তার হাতকড়া পরা সত্ত্বেও, সে ট্রাংকে থাকা প্রশ্নপত্রে হাত দেয়। তবে কতগুলো প্রশ্নপত্র চুরি হয়েছে বা ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, “আমি ওই সময় ঢাকায় ছিলাম। আমার স্থানে কেডি স্কুলের প্রধান শিক্ষক মিটিংয়ে উপস্থিত ছিলেন। বর্তমানে তদন্তের দায়িত্ব পেয়েছি। যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দেব।”
তদন্ত কমিটির প্রধান সাদিয়া আফরিন বলেন, “তদন্ত প্রতিবেদন জমার নির্দিষ্ট সময়সীমা না থাকলেও যত দ্রুত সম্ভব তদন্ত সম্পন্ন করে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।”