শাকিব খানের কোরবানির গরু ১০ কোটির গুঞ্জন, বাস্তবতা কী?

বড় তারকা মানেই বড় আলোচনা। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে ঘিরে সেই আলোচনা যেন কখনও থেমে থাকে না। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত প্রতিটি সিদ্ধান্ত—সবই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করেও তাকে নিয়ে ছড়িয়েছে এক নতুন গুঞ্জন—তিনি নাকি ১০ কোটি টাকায় কোরবানির গরু কিনেছেন!

এই খবর বাংলাদেশের কোনো মূলধারার গণমাধ্যমে প্রকাশ না হলেও বিষয়টি নিয়ে লেখালেখি করেছে ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা। তাদের প্রতিবেদন অনুযায়ী, শাকিব খান ঈদের কোরবানির জন্য বহুমূল্য গরু কিনেছেন, তবে দাম ১০ কোটি নয়—৩ লাখ ৪২ হাজার টাকা

আনন্দবাজার আরও জানিয়েছে, গুঞ্জনের শুরু কিভাবে—তা স্পষ্ট নয়। তবে শাকিবের জনপ্রিয়তা, বিত্ত ও ঈদ উপলক্ষে তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ঘিরে আগ্রহের কারণেই হয়তো বিষয়টি ভাইরাল হয়ে পড়ে।

ঈদের দিনই মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলা নূরের ছবি ‘তাণ্ডব’। মুক্তির পরই মাল্টিপ্লেক্সগুলোতে হাউজফুল শো চলেছে, দর্শকদের আগ্রহে যেন ঈদের আনন্দে যোগ হয়েছে আরও এক উৎসব। শুধু তাই নয়, ছবির গান ‘লিচুর বাগান’ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং।

আনন্দবাজার জানায়, ঈদের দিনেই কেবল দেশের মাল্টিপ্লেক্স থেকে ‘তাণ্ডব’ আয় করেছে ২২ লাখ টাকার বেশি

শাকিব খানকে ঘিরে বিতর্ক যেমন পুরনো, তেমনই তার জনপ্রিয়তাও। তবে ১০ কোটি টাকার গরু কেনার গুজব শেষ পর্যন্ত এক অর্থে তার সেলিব্রিটি-ইমেজকেই নতুন করে সামনে নিয়ে এসেছে—বাস্তবতা যাই হোক না কেন।