বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পটুয়াখালীর কৃষক সোহাগ মৃধার পাঠানো ‘কালো মানিক’ নামের ষাঁড়টি উপহার হিসেবে গ্রহণ করবেন না। তিনি জানিয়েছেন, এমন নিঃস্বার্থ ভালোবাসায় তিনি কৃতজ্ঞ, তবে উপহারটির বদলে সোহাগের কাছে দোয়া চেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে এই বার্তা সোহাগকে জানানো হয়েছে। ম্যাডাম উপহারটি না নিয়ে সেটি সংসারের কাজে লাগাতে বলেছেন এবং দেশবাসীর কাছ থেকেও দোয়া চেয়েছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খালেদা জিয়াকে উপহার দিতে ‘কালো মানিক’ নামের একটি ফ্রিজিয়ান জাতের কালো ষাঁড় নিয়ে ঢাকায় আসেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষক সোহাগ মৃধা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুবিদখালি বাজার থেকে সুসজ্জিত গাড়িবহরসহ ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
এই ষাঁড়টির ওজন প্রায় ৩৫ মণ, বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। সোহাগ মৃধা জানান, তিনি ছয় বছর ধরে সন্তানের মতো করেই গরুটিকে লালন-পালন করেছেন। ২০১৮ সালে ১ লাখ ৩৭ হাজার টাকায় কেনা একটি গাভীর বাছুর থেকেই জন্ম নেয় ‘কালো মানিক’।
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, “সোহাগ আমার ভাতিজা। গরুটি তাদের পরিবারের শেষ সম্বল। তাকে বহুবার বুঝিয়েও আমরা থামাতে পারিনি। এটি একজন নিবেদিত কর্মীর আবেগের বহিঃপ্রকাশ।”