‘আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান’ — খামেনি

ইসরাইলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধ শেষ হওয়ার পর বৃহস্পতিবার (স্থানীয় সময়) প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ভাষণে তিনি দাবি করেন, ইরান-ইসরাইল যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল। তার ভাষায়, ‘‘যুক্তরাষ্ট্র জানত, যদি তারা হস্তক্ষেপ না করে, তাহলে ইহুদিবাদী শাসনব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।’’

খামেনি বলেন, ‘‘এই যুদ্ধে আমেরিকা কোনো সাফল্য পায়নি। বরং ইরান বিজয়ী হয়েছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় মেরেছে।’’ তিনি তার ইংরেজি ভাষার এক বার্তায় বলেন, ‘‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় মেরেছে।’’

প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের উল্লেখ করে খামেনি বলেন, ‘‘ট্রাম্প বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতেই হবে। এই বক্তব্য থেকেই বোঝা যায়, যুক্তরাষ্ট্র কখনোই আমাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করতে চায়নি। তারা শুধু আমাদের আত্মসমর্পণ চায়। কিন্তু ইরান কখনোই মাথা নত করবে না। আমাদের জাতি শক্তিশালী ও অবিচল।’’

ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব কঠিন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। খামেনির হুঁশিয়ারি, ‘‘যদি কেউ ইরানের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা করে, তাহলে তাকে চড়া মূল্য দিতে হবে। ইহুদিবাদীরা কখনো কল্পনাও করেনি যে, তারা এমন জবাব পাবে। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করে তাদের প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে।’’