যুদ্ধকালীন কমান্ড আইআরজিসির হাতে তুলে দিলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধকালীন পূর্ণক্ষমতা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসির সর্বোচ্চ পরিষদের হাতে তুলে দিয়েছেন। ইরান ইন্টারন্যাশনাল একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের লাভিজানের একটি গোপন বাঙ্কারে খামেনিকে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছেন ক্ষমতাধর ছেলে মোজতবা খামেনিও।

এ পরিস্থিতির মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, “আমরা জানি তথাকথিত ‘সুপ্রিম লিডার’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ টার্গেট, তবে আপাতত তাকে হত্যা করা হবে না। কিন্তু আমাদের ধৈর্য দ্রুত ফুরিয়ে যাচ্ছে।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, “আমরা চাই না আর কোনো ক্ষেপণাস্ত্র বেসামরিক মানুষ কিংবা মার্কিন সেনাদের দিকে ছোড়া হোক।”

বিশ্লেষকদের মতে, খামেনির এই পদক্ষেপ একটি সম্ভাব্য ‘পূর্বসতর্ক ক্ষমতা হস্তান্তর’ বা pre-emptive transfer of authority—যার মাধ্যমে তার মৃত্যুর পরেও সামরিক কমান্ড কাঠামো অক্ষুণ্ন থাকবে এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে।