ইরানে ইসরাইলের আকস্মিক হামলার তীব্র নিন্দা চীনের, বলল ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’
ইরানের বিরুদ্ধে দুই শতাধিক যুদ্ধবিমান ব্যবহার করে চালানো ইসরাইলের আকস্মিক ‘বর্বর হামলার’ তীব্র নিন্দা জানিয়েছে চীন। রোববারের এ হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছে বেইজিং।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হামলার পরপরই ইরান ও ইসরাইল—দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলাপে ওয়াং ই ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার ওপর ইসরাইলের হামলার নিন্দা জানান এবং তেহরানের প্রতি সংহতি প্রকাশ করেন।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারারের সঙ্গে ফোনালাপে ওয়াং ই বলেন, “ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক আইন ভঙ্গের বিপক্ষে চীন স্পষ্ট অবস্থান নেয়। বিশেষ করে যখন এখনো কূটনৈতিক পথে পারমাণবিক ইস্যুর সমাধান সম্ভব।”
তিনি আরও বলেন, “শক্তি প্রয়োগের মাধ্যমে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।” উভয় পক্ষকে আলোচনায় ফিরতে আহ্বান জানিয়ে ওয়াং ই বলেন, “কূটনৈতিক পথ এখনো বন্ধ হয়নি, এবং চীন শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।”
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরাইলি হামলারও কড়া সমালোচনা করেন তিনি। সতর্ক করে দিয়ে বলেন, “এ ধরনের আগ্রাসন একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে, যা গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।”
উল্লেখ্য, এর আগে চীন সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল, যা মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের শান্তি প্রচেষ্টারই অংশ।